fenadin 120 কিসের ওষুধ

আজকের আর্টিকেলের মুল বিষয় হলো fenadin 120 কিসের ওষুধ সম্পর্কে। এছাড়াও আজকের আর্টিকেলে আমরা fenadin 120 কি কাজ করে, ফেনাডিন ১২০ এর কাজ কি, ফেনাডিন ১২০ ট্যাবলেট কেন খায় এবং ফেনাডিন ১২০ খাওয়ার নিয়ম সম্পর্কেও আলোচনা করবো। শেষ পর্যন্ত সাথে থাকুন অজানা বিষয়কে জানার জন্য।

fenadin 120 কিসের ওষুধ

তাহলে দেরি না করে চলুন জেনে নেই fenadin 120 কিসের ওষুধ তা সম্পর্কে।

fenadin 120 কিসের ওষুধ

fenadin 120 মূলত এলারজির ওষুধ। যা আমাদের শরীরে চুলকানি, সর্দি, হাচি, চোখ দিয়ে পানি পড়া, চামড়ায় থাকা র‍্যাশ এবং হাইভস এর চিকিৎসায় সেবন করা হয়ে থাকে। আমাদের শরীরে বিভিন্ন কারনে এলারজির লক্ষন দেখা দেয়। 

অনেকের খাবারে এলারজি। অনেকের আবার ধুলাবালি এবং স্যাতস্যাতে পরিবেশের কারনে এলারজি হয়ে থাকে। আবার অনেকের ঠান্ডা লাগার কারনে এলারজির সমস্যা দেখা দিয়ে থাকে। ফেনাডিন ১২০ মূলত আমাদের শরীর থেকে এই এলারজি দূর করতে সেবন করা হয়ে থাকে। 

ফেনাডিন এ এক ধরনের সক্রিয় উপাদান থাকে। যার নাম হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। এটি ধরনের এন্টিহিস্টামিন। যা আমাদের শরীরে স্নায়ুবিক সিস্টেমকে কম প্রভাবিত করে এবং আমাদের ঘুমের ভাব এনে দেয়। 

যখন আমাদের শরীরে এলারজির সমস্যা দেখা দেয় তখন ফেনাডিন ১২০ সেবন করলে আমাদের শরীরে স্নায়ুর প্রতিক্রিয়া অল্প পরিমানে কমে যায় এবং আমাদের ঘুমের ভাব দেখা দেয়। যার কারনে আমাদের শরীর থেকে তখন এলারজির ভাব কেটে যায়। 

ফেনাডিন ১২০ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেবন করা হয়ে থাকে। দিনে ১-২ টি ফেনাডিন সেবন করা যেতে পারে। তবে যদি শরীরে অতিরিক্ত পরিমানে চুলকানি বা এলারজি দেখা দেয় সেক্ষেত্রে আপনি ২ টি ফেনাডিন সেবন করতে পারবেন। এতে করে শরীরে কোনো প্রকার ক্ষতি হবে না।
 
প্রতিটি ওষুধের ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও রয়েছে। ফেনাডিন এর ক্ষেত্রেও এই ধরনের বিষয় লক্ষ্য করা যায়। যদি আমরা অতিরিক্ত পরিমানে ফেনাডিন সেবন করি এবং নিয়ম না মেনে সেবন করি তাহলে সেইক্ষেত্রে আমাদের শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া দেখতে পারি। যেমন-
 
  • নিয়ম না মেনে ফেনাডিন সেবন করলে মাথা ঘোরার সমস্যা দেখা দেয়।
  • অতিরিক্ত পরিমানে মাথা ব্যথার সমস্যা দেখা দেয়।
  • বমি বমি ভাব দেখা দেয়। অনেক সময় বমি হয়ে থাকে।
  • পেটে ব্যথা হয়ে থাকে এবং পাতলা পায়খানা হয়ে থাকে।
  • গর্ভবতী নারীদের ক্ষেত্রে ফেনাডিন ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে। 
  • যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ফেনাডিন ওষুধ সেবনের পূর্বে সতর্ক থাকা প্রয়োজন।
 
আশা করি উপরোক্ত তথ্য থেকে আপনি fenadin 120 কিসের ওষুধ সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন।

fenadin 120 কি কাজ করে

পূর্বে আমরা fenadin 120 কিসের ওষুধ তা সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো ফেনাডিন ১২০ এর কাজ সম্পর্কে।
 
আমরা পূর্বে জেনেছি, ফেনাডিন ওষুধ আমাদের শরীরে থাকা চুলকানি বা এলারজির সমস্যার জন্য সেবন করা হয়ে থাকে। আমাদের বিভিন্ন কারনে শরীরে এলারজির সমস্যা দেখা দেয়। 

ঠান্ডা লাগা, ধুলাবালি এবং বিভিন্ন খাবার আছে যা খাওয়ার ফলে আমাদের শরীরে এলারজির সমস্যা দেখা দেয়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ফেনাডিন ওষুধ সেবন করা হয়। নিম্নে ফেনাডিন এর বিভিন্ন কাজ সম্পর্কে উল্লেখ করা হলো।
 
  • আমাদের শরীরে এলারজি, সর্দি, হাচি, চোখ দিয়ে পানি পড়া এবং আমাদের ত্বকে থাকা র‍্যাশ কমাতে ফেনাডিন ওষুধ সেবন করা হয়।
  • ফেনাডিন ওষুধ আমাদের শরীরে হিস্টামিনের কার্যকারিতা বন্ধ করতে সেবন করা হয়ে থাকে।
  • ত্বকে বিভিন্ন ধরনের এলারজি, র‍্যাশ বা হাইভস থাকলে ফেনাডিন ওষুধ সেবন করা হয়ে থাকে।
  • ফেনাডিন ওষুধ সেবন করার ফলে আমাদের ঘুমের ভাব কম হয়ে থাকে।
  • ফেনাডিন ওষুধ সেবন করার ফলে আমাদের শরীরে এলারজি বা চুলকানির সমস্যা সমাধান করতে অনেক দ্রুত কাজ করে।

ফেনাডিন ১২০ ট্যাবলেট কেন খায়

পূর্বে আমরা fenadin 120 কিসের ওষুধ এবং এর কাজ সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা জানবো ফেনাডিন ওষুধ কেন খাওয়া হয় তা সম্পর্কে। ফেনাডিন আমাদের শরীরে কি কাজ করে তা সম্পর্কে নিম্নে উল্লেখ করা হলো।
 
  • আমাদের শরীর থেকে এলারজির সমস্যা দূর করার জন্য ফেনাডিন ট্যাবলেট খাওয়া হয়।
  • ঠান্ডা লাগার সমস্যা থেকে মুক্তি পেতে এই ওষুধ সেবন করা হয়ে থাকে।
  • র‍্যাশ বা চুলকানির সমস্যা দূর করতে ফেনাডিন ওষুধ সেবন করা হয়।
  • সর্দি এবং হাচির সমস্যা থেকে মুক্তি পেতে ফেনাডিন ওষুধ সেবন করা হয়ে থাকে।
  • চোখ দিয়ে পানি পড়ার সমস্যা এবং নাক দিয়ে পানি পড়া বন্ধ করতে ফেনাডিন ওষুধ সেবন করা হয়।
  • আমাদের শরীরে হিস্টামিন এর উৎপাদন কমাতে সাহায্য করে।
  • আমাদের চোখের এলারজি দূর করতে এই ওষুধ সেবন করা হয়।
  • ঘুমের সমস্যা কমাতে ফেনাডিন ওষুধ খাওয়া হয়।

ফেনাডিন ১২০ খাওয়ার নিয়ম

পূর্বে আমরা fenadin 120 কিসের ওষুধ, এর কাজ কি এবং এই ওষুধ কেন খায় তা সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো ফেনাডিন ১২০ ওষুধ খাওয়ার বিভিন্ন নিয়ম সম্পর্কে।
 
প্রতিটি ওষুধ সেবনের ক্ষেত্রে নিয়ম মানতে হয়। যদি আমরা নিয়ম না মেনে ওষুধ সেবন করি তাহলে আমাদের শরীরে এর বিভিন্ন খারাপ দিক লক্ষ্য করা যায়। ফেনাডিন ওষুধ খাওয়ার ক্ষেত্রেও আমাদের নিয়ম মানতে হয়। নিম্নে ফেনাডিন ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে উল্লেখ করা হলো।
 
  • প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ফেনাডিন ১২০ দিনে ১ বার খেতে হবে।
  • ১২ বছর বয়সের কম বয়সের শিশুদের ক্ষেত্রে ফেনাডিন ওষুধ খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

উপরোক্ত নিয়ম ছাড়াও ফেনাডিন ওষুধ খাওয়ার আরও বিভিন্ন নিয়ম রয়েছে। যা নিম্নে উল্লেখ করা হলো।
 
  • ফেনাডিন ওষুধ খালি পেটে খাওয়া উচিত নয়। আবার খাবারের সাথে বা ভরা পেটে এই ওষুধ না খাওয়া উত্তম। কারন এতে করে ওষুধের কার্যকারিতা কমে যায়।
  • এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে একটু বেশি পরিমানে পানি দিয়ে খেতে হবে।
  • ফেনাডিন ওষুধ নিয়মিত এবং ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে।
  • এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে ওষুধটি চিবানো বা ভাঙ্গা যাবে না।
  • গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই ওষুধ সেবনের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
  • যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে ফেনাডিন ওষুধ সেবন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

fenadin syrup এর কাজ কি

পূর্বে আমরা fenadin 120 কিসের ওষুধ সম্পর্কে জেনেছি। এখন চলুন জেনে নেই ফেনাডিন সিরাপ এর কাজ সম্পর্কে। নিম্নে ফেনাডিন সিরাপ এর কাজসমুহ উল্লেখ করা হলো। 
  • অ্যালার্জি জনিত কারনে অনেক সময় আমাদের নাক দিয়ে পানি পড়ে, হাচি হয়, চোখ চুলকায় ইত্যাদি সমস্যা দেখা দেয়। ফেনাডিন সিরাপ সেবনের ফলে আমাদের অ্যালার্জি জনিত এই ধরনের সমস্যা দূর হয়ে যায়। 
  • অনেক সময় আমাদের শরীরে চুলকানি জনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। এই সমস্যা দূর করতে ফেনাডিন ওষুধ সেবন করা হয়ে থাকে। 
  • আমাদের দেহে থাকা হিস্টামিন এর প্রভাব কমিয়ে দিতে ফেনাডিন এর ভূমিকা অপরিসীম। 
  • দীর্ঘস্থায়ী অ্যালার্জির সমস্যা সমাধানে এই ফেনাডিন ওষুধ সেবন করা হয়ে থাকে। 
এতক্ষন আমরা ফেনাডিন সিরাপ এর কাজ সম্পর্কে জানলাম। এখন চলুন এর ডোজ সম্পর্কে আলোচনা করি। নিম্নে ফেনাডিন সিরাপ সেবনের ডোজ উল্লেখ করা হলো। 
  • শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। 
  • বয়স্কদের ক্ষেত্রে দিনে ১-২ বার সেবন করা উত্তম।

ফেক্সোফেনাডিন কিসের ঔষধ

পূর্বে আমরা fenadin 120 কিসের ওষুধ সম্পর্কে জেনেছি। এখন চলুন জেনে নেই ফেক্সোফেনাডিন ওষুধ সম্পর্কে। 

ফেক্সোফেনাডিন হলো এক ধরনের এন্টি-হিস্টামিন। যা আমাদের শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি দূর করতে সাহায্য করে। আমাদের শরীরে যখন হিস্টামিন এর মাত্রা বেড়ে যায় তখন শরীরে অতিরিক্ত পরিমানে অ্যালার্জির সমস্যা দেখা দিয়ে থাকে। 

এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা ফেক্সোফেনাডিন সেবন করে থাকি। অ্যালার্জির সমস্যা বাদেও এই ওষুধ বিভিন্ন ধরনের চর্মরোগ এবং চুলকানির চিকিৎসাতেও সেবন করা হয়ে থাকে। 

ফেক্সোফেনাডিন ১২০ এর কাজ কি

পূর্বে আমরা fenadin 120 কিসের ওষুধ সম্পর্কে জেনেছি। এখন চলুন জেনে নেই ফেক্সোফেনাডিন ১২০ এর কাজ সম্পর্কে। নিম্নে এই ওষুধের কাজ সম্পর্কে উল্লেখ করা হলো। 
  • সিজনাল অ্যালার্জি দূর করতে ফেক্সোফেনাডিন ১২০ সেবন করা হয়ে থাকে। 
  • নাক দিয়ে পানি পড়া দূর করতে এই ওষুধ সেবন করা হয়। 
  • অনেক সময় আমাদের হাচি এবং চোখ চুলকানোর মত সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ফেক্সোফেনাডিন ১২০ সেবন করা হয়ে থাকে। 
  • আমাদের শরীরে থাকা চর্মরোগ দূর করতে এই ওষুধ সেবন করা হয়। 
  • ফেক্সোফেনাডিন সেবনের ফলে আমাদের শরীর থেকে র‍্যাশ এবং চুলকানি দূর হয়ে যায়। 

লেখকের মন্তব্য - fenadin 120 কিসের ওষুধ

আজকের আর্টিকেল থেকে আমরা fenadin 120 কিসের ওষুধ, এর কাজ কি এবং খাওয়ার নিয়ম সম্পর্কে জেনেছি। আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি আপনার মূল্যবান তথ্য পেয়েছেন। প্রতিনিয়ত এই ধরনের আর্টিকেল পেতে ওয়েবসাইট ফলোও করুন। গুরুত্বপূর্ণ তথ্য বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url