এলাট্রল এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানুন

আজকের আর্টিকেলের মুল বিষয় হলো এলাট্রল এর উপকারিতা সম্পর্কে। এছাড়াও আজকের আর্টিকেলে আমরা এলাট্রল বেশি খেলে কি হয়, এলাট্রল এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং এলাট্রল খাবার নিয়ম সম্পর্কে জানবো। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন।

এলাট্রল এর উপকারিতা

তাহলে দেরি না করে চলুন জেনে নেই এলাট্রল এর উপকারিতা সম্পর্কে।

এলাট্রল এর উপকারিতা

প্রতিটি ঔষধ নির্দিষ্ট কিছু অসুখের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এলাট্রল এর ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমন। আমাদের অনেক সময় বিভিন্ন কারনে ঠান্ডা লেগে থাকে। পরবর্তীতে সেই ঠান্ডা লাগা থেকে সর্দি - জ্বর, হাচি-কাশি ইত্যাদির মত সমস্যার সৃষ্টি হয়। 

আবার আমাদের মধ্যে অনেকেই আছে যাদের এলারজির সমস্যা রয়েছে। এলারজির কারনে শরীরে চুলকানি বা শরীর ফুলে যাওয়ার মত সমস্যা দেখা দেয়। এই ঠান্ডা এবং এলারজি জনিত অসুখ দূর করতে সেবন করা হয় এলাট্রল। এলাট্রলে সেরিজিটিন নামে এক ধরনের উপাদান থাকে। 

যা হলো মুলত এক প্রকার এন্টি-হিস্টামিন। এই উপাদান শরীর থেকে জীবানু দূর করে এবং শরীরকে ঠান্ডা ও এলারজি থেকে বাচতে সাহায্য করে। নিম্নে এলাট্রলের আরও বেশ কয়েকটি উপকারিতা সম্পর্কে উল্লেখ করা হলো।
 
  • আমাদের শরীরে হিস্টামিন নামে এক ধরনের উপাদান থাকে। যা আমাদের দেহে এলারজি সৃষ্টি করে থাকে। এলাট্রল আমাদের শরীরে হিস্টামিন এর মাত্রা বজায় রাখে। যার ফলে আমাদের শরীরে এলারজির সমস্যা কমে যায়।
  • এলারজি হলে আমাদের শরীরে প্রদাহের মত সমস্যা দেখা দেয়। এলাট্রল আমাদের শরীর থেকে প্রদাহ দূর করে থাকে।
  • অনেক সময় এলারজির কারনে আমাদের শরীর ফুলে যায়। এলাট্রল আমাদের শরীর ফোলা থেকে রোধ করে।
  • বিভিন্ন ধরনের খাবার আছে যা খেলে এলারজির সমস্যা দেখা দেয়। এলাট্রল ঐসব খাবারের এলারজির মাত্রা কমাতে সাহায্য করে।
  • অনেক সময় ঠান্ডা লাগার কারনে আমাদের সর্দি, কাশি এবং জ্বর হয়ে থাকে। এলাট্রল সেবন করলে ঠান্ডা লাগার সমস্যা দূর হয়ে যায়।
  • এলারজির একটি সাধারন লক্ষন হচ্ছে চুলকানি। এলাট্রল সেবন করলে চুলকানির মাত্রা অনেকটা কমে যায়।
আশা করি উপরোক্ত তথ্য থেকে আপনি এলাট্রল এর উপকারিতা সম্পর্কে সম্পূর্ণ ধারনা পেয়েছেন।

এলাট্রল বেশি খেলে কি হয়

পূর্বে আমরা এলাট্রল এর উপকারিতা সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব এলাট্রল বেশি খেলে কি হয় তা সম্পর্কে।
 
আমরা সবাই একটা কথা জানি, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ঔষধের ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনি। ঠান্ডা এবং এলারজির সমস্যা দূর করার জন্য আমরা সাধারনত এলাট্রল সেবন করে থাকি। 

কিন্তু অনেকে আছে না বুঝে অনেক এই ধরনের ওষুধ অনেক বেশি পরিমানে সেবন করে থাকে। যা মোটেও শরীরের জন্য ভালো নয়। এতে ক্ষতির সম্ভাবনা থাকে। নিম্নে এলাট্রল বেশি খেলে যেসব সমস্যা হতে পারে তা উল্লেখ করা হলো।
 
  • এলাট্রল আমাদের শরীরে হিস্টামিন উৎপাদন কমিয়ে দেয়। যার ফলে এলারজির মাত্রা কমে যায়। কিন্তু আমাদের অনেক বেশি ঘুম হয়ে থাকে। অতিরিক্ত এলাট্রল খেলে আমাদের অনেক বেশি পরিমানে ঘুম হবে। যার ফলে দৈনন্দিন কাজকর্ম করতে আমাদের সমস্যা হবে।
  • অতিরিক্ত এলাট্রল সেবনের ফলে আমাদের মাথা ঘোরার মত সমস্যা দেখা দেয়।
  • যদি আমরা অতিরিক্ত এলাট্রল সেবন করি তাহলে আমাদের শরীরের পাশাপাশি আমাদের মুখও শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • এলাট্রল বেশি সেবন করলে শরীর দুর্বল হয়ে পড়ে। সেই সাথে শরীরে ক্লান্তি চলে আসে।
  • অনেক সময় অতিরিক্ত এলাট্রল সেবনের ফলে আমাদের হজমের সমস্যা দেখা দেয়।
  • যারা অতিরিক্ত এলাট্রল সেবন করে তাদের মানসিক অবস্থার ব্যাপক ক্ষতিসাধন হয়ে থাকে।

এলাট্রল এর পার্শ্বপ্রতিক্রিয়া

পূর্বে আমরা এলাট্রল এর উপকারিতা সম্পর্কে জেনেছি। এখন চলুন জেনে নেই এলাট্রল এর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে। যদি আমরা অতিরিক্ত এলাট্রল সেবন করি সেক্ষেত্রে আমাদের শরীরে এর বিভিন্ন খারাপ লক্ষন দেখা দিতে পারে। 

নিম্নে এলাট্রল এর পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ উল্লেখ করা হলো।
 
  • এলাট্রলের ফলে আমাদের শরীরে ঝিমুনির মত সমস্যা দেখা দেয়।
  • আমাদের শরীর শুকিয়ে যায় এবং সেই সাথে আমাদের মুখও শুকিয়ে যেতে থাকে।
  • মাথা ধরার মত সমস্যা দেখা দেয়।
  • শরীর অনেক বেশি পরিমানে দুর্বল হয়ে পড়ে।
  • প্রায় সময় হজমের সমস্যা দেখা দেয়।
  • চিন্তা বা উদ্বেগ এর মত সমস্যা দেখা দিয়ে থাকে।
  • অনেক সময় শরীরে র‍্যাশ বা ফুসকুড়ির মত সমস্যা দেখা দেয়।

এলাট্রল খাবার নিয়ম

যেকোন ধরনের ওষুধ খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয়। নিয়ম না মেনে ওষুধ খেলে তা শরীরের জন্য ক্ষতির কারন হয়ে দাঁড়ায়। নিম্নে এলাট্রল সেবন করার নিয়ম উল্লেখ করা হলো।
 
৬ মাস - ২ বছর বয়সী শিশুর ক্ষেত্রে

  • সিরাপ - দিনে ১/২ চা চামচ। ১২ ঘন্টা পর পর।
 
২-৬ বছর বয়সী শিশুর ক্ষেত্রে
 
  • সিরাপঃ ১/২ চা চামচ করে দিনে দুইবার।
 
৬ বছর বয়সের বেশি শিশুর ক্ষেত্রে
 
  • ট্যাবলেট দিনে ১ টি।
  • সিরাপ ২ চা চামচ হলে দিনে ১ বার। ১ চা চামচ হলে দিনে ২ বার।

লেখকের মন্তব্য - এলাট্রল এর উপকারিতা

আজকের আর্টিকেলে আমরা এলাট্রল এর উপকারিতা সম্পর্কে জেনেছি। আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি আপনার মূল্যবান তথ্য পেয়েছেন। 

ওষুধ খাবার ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করা জরুরী। কখনোই প্রয়োজনের অতিরিক্ত ওষুধ না খাওয়া ভালো। ওষুধ সেবনের পূর্বে সবসময় ডাক্তারের পরামর্শ গ্রহন করবেন। 

প্রতিনিয়ত এই ধরনের আর্টিকেল পড়তে ওয়েবসাইট ফলোও করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url