afun cream এর কাজ কি
আমাদের আজকের আর্টিকেলের মুল বিষয় হলো afun cream এর কাজ কি সম্পর্কে। এছাড়াও আজকের আর্টিকেলে আমরা afun cream এর উপকারিতা, এফান ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং Afun Cream এর দাম সম্পর্কে জানবো। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন।
বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে এই আফুন ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। নিম্নে সেইসব রোগের নাম উল্লেখ করা হলো।
এতক্ষন আমরা জানলাম afun cream এর কাজ কি এবং কোন ধরনের রোগের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহার করা হয় তা সম্পর্কে। এখন চলুন জেনে নেই আফুন ক্রিম ব্যবহার করার বিভিন্ন ধরনের পদ্ধতি সম্পর্কে।
আমরা জানি অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ওষুধের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমনি। আফুন ক্রিম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।
আর্টিকেল হাউজ বিডি প্রতিনয়ত এই ধরনের আর্টিকেল প্রকাশ করে থাকে। যা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগার মত।
তাহলে দেরি না করে চলুন জেনে নেই afun cream এর কাজ কি তা সম্পর্কে।
afun cream এর কাজ কি
আমরা অনেকেই বিভিন্ন ধরনের ছত্রাক, ভাইরাস বা ব্যাক্টেরিয়া দ্বারা ছড়ানো বিভিন্ন সংক্রমনজনিত রোগে আক্রান্ত হই। afun cream এই ধরনের সংক্রমনের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে।আমাদের শরীরে বিভিন্ন জায়গায় দাদ, চুলকানি, খোস-পাচড়া ইত্যাদি বের হয়। পরবর্তীতে সেই স্থানে ঘা এর মত অবস্থা তৈরি হয় এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই অবস্থায় আমাদের সঠিক চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে।
বিভিন্ন সময় আমাদের শরীরে পোকামাকড় কামড় দেয়। যার ফলে আমাদের শরীরে সেই স্থানে পচন ধরে যায়। ধীরে ধীরে সেই স্থানে ইনফেকশন এর মত সমস্যা দেখা দেয় এবং পরবর্তীতে সেই জায়গাতে পচন ধরে।
এই সময় আমাদের সঠিক চিকিৎসার প্রয়োজন হয়। আফুন ক্রিম ব্যবহারের ফলে আমাদের সেই স্থান হতে ব্যাক্টেরিয়া এবং জীবানু দূর হয়ে যায়। এর ফলে আমাদের শরীরের উক্ত ক্ষতস্থান ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
আমাদের ত্বকে অনেক সময় ফাংগাল ইনফেকশন দেখা দেয়। এই ধরনের ইনফেকশন আমাদের ত্বক, নখ, চুল এবং শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়তে থাকে। এই ইনফেকশন আমাদের শরীরে দেখা দিলে শরীরে চুলকানি এবং লালচে ফোলাভাব দেখা দেয়।
এছাড়াও ফাংগাল ইনফেকশন এর কারনে আমাদের ত্বক খসখসে হয়ে যায়। ত্বকের রঙ পরিবর্তিত হয়ে যায়। এছাড়াও আমাদের শরীরের বিভিন্ন অংশে জ্বালাপোড়া হতে থাকে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আফুন ক্রিম সেবন করা হয়ে থাকে।
আমাদের শরীরে অনেক সময় ব্যাক্টেরিয়ার সংক্রমনের কারনে শরীরে জ্বর, ক্লান্তি এবং শ্বাসকষ্ট দেখা দেয়। অনেক সময় ব্যাক্টেরিয়ার সংক্রমনের কারনে আমাদের শরীরের সংক্রমিত স্থানে ফোলাভাব বা ব্যথা দেখা দেয়।
ব্যাক্টেরিয়া আমাদের শরীরে ব্যথা এবং ডায়রিয়ার মত সমস্যা সৃষ্টি করে থাকে। যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের আফুন ক্রিম ব্যবহার করা উচিত।
ত্বকে অনেক সময় ব্যাক্টেরিয়ার আক্রমনের কারনে ত্বকে ক্ষত বা ইনফেকশন এর মত সমস্যা দেখা দেয়। আবার অনেক সময় ত্বকের প্রদাহ শুরু হয়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের উচিত আফুন ক্রিম ব্যবহার করা।
আমাদের মধ্যে অনেকেই আছি যাদের ডারমাটাইটিস এবং একজিমা রয়েছে। এছাড়াও অনেকের আবার ঘামের কারনে ফাংগাল ইনফেকশন হয়ে থাকে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের আফুন ক্রিম ব্যবহার করা হয়ে থাকে।
অনেক সময় শিশুদের বেশিক্ষন ডায়াপার পরিয়ে রাখার কারনে শিশুর ত্বকে লালচে ভাব এবং র্যাশ এর মত দেখা দেয়। শিশুর এই ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে ডাক্তারের পরামর্শ নিয়ে আফুন ক্রিম ব্যবহার করা হয়।
আফুন ক্রিম এই ধরনের সমস্যা সমাধানে সাহায্য করে থাকে। এই ক্রিমে থাকে ক্রোমাটিজোল। যা আমাদের শরীর থেকে ছত্রাক দূর করতে সাহায্য করে। আফুন ক্রিম যেভাবে কাজ করে তা নিম্নে উল্লেখ করা হলো।
- প্রথমত ছত্রাকের বৃদ্ধি হওয়াকে রোধ করে থাকে। ছত্রাক ঝিল্লির মাধ্যমে বংশবিস্তার করে থাকে। আফুন ক্রিম এই ঝিল্লির গঠনকে নষ্ট করে দেয়। যার ফলে আমাদের দেহে ছত্রাকের আক্রমন কমে আসে।
- প্রতিনয়ত ব্যবহারের ফলে আমাদের দেহ থেকে ছত্রাকজনিত সমস্যা ধীরে ধীরে কমে যায় এবং ত্বক সুস্থ হয়ে ওঠে।
- ত্বকের ভাজে থাকা মাইকোসিস এর ফলে সৃষ্ট আঙ্গুলের পচন বা গোড়ালির ফাটল প্রতিরোধে।
- নখে বিভিন্ন ধরনের ছত্রাক আক্রমন প্রতিরোধে।
- মেয়েদের যোনিপথ বা লিঙ্গে বিভিন্ন ধরনের সংক্রমন রোধ করতে।
- ত্বকে থাকা বাদামি বা সাদা রঙের দাগ দূর করতে।
- আফুন ক্রিম চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উত্তম।
- আক্রান্ত স্থানে প্রথমে পরিস্কার করে নিতে হবে এবং পরবর্তীতে এই ক্রিম ব্যবহার করতে হবে।
- দিনে ২-৩ বার আফুন ক্রিম আক্রান্ত স্থানে ব্যবহার করা ভালো।
afun cream এর উপকারিতা
পূর্বে আমরা afun cream এর কাজ কি সম্পর্কে জেনেছি। এখন চলুন জেনে নেই আফুন ক্রিম এর বিভিন্ন উপকার সম্পর্কে। নিম্নে উপকারিতাসমুহ আলোচনা করা হলো।আমাদের শরীরে অনেক সময় বিভিন্ন কারনে রিং ওয়ার্ম, পায়ের ফাঙ্গাস বা দাদ এর মত সমস্যা দেখা দিয়ে থাকে। এই অবস্থায় আমাদের শরীরে এক অস্বস্তিকর অবস্থা দেখা দেয়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আমরা আফুন ক্রিম সেবন করতে পারি।
অনেক সময় আমাদের শরীরে চুলকানি, লালচে ভাব এবং অনেক বেশি জ্বালাপোড়া করে। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আমরা আফুন ক্রিম ব্যবহার করে থাকি। আফুন ক্রিম ব্যবহার করলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়।
অনেক সময় আমাদের শরীরে খোসা ওঠা, র্যাশ এবং শুষ্কতার মত সমস্যা দেখা দিয়ে থাকে। এই ধরনের সমস্যার কারনে আমাদের শরীরে চিকিৎসার প্রয়োজন হয়। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আফুন ক্রিম ব্যবহার করা হয়।
অনেক সময় আমাদের নখে বিভিন্ন ধরনের সংক্রমন দেখা দেয়। যেমন- নখে ফাঙ্গাস এর সংক্রমন দেখা দেয়। এই ধরনের সংক্রমন থেকে মুক্তি পেতে আমরা আফুন ক্রিম ব্যবহার করে থাকি। এছাড়াও আফুন ক্রিম সেবনের ফলে অন্যান্য যে ধরনের উপকার পাওয়া যায় তা নিম্নে উল্লেখ করা হলো।
- ছত্রাক দূর করেঃ আমাদের ত্বকে থাকা বিভিন্ন ধরনের ছত্রাকের সংক্রমন যেমন- পায়ের আঙ্গুলের মধ্যে ফাটল, নখের মধ্যে থাকা ছত্রাক, ত্বকের ভাজে থাকা ছত্রাক এবং অন্যান্য সংক্রমনজনিত রোগের ক্ষেত্রে এই ক্রিম ব্যবহার করা হয়ে থাকে।
- ছত্রাকের বৃদ্ধি রোধঃ আফুন ক্রিমে থাকা ক্রোমাটিজল ছত্রাকের গঠনকে নষ্ট করে দেয়। যার ফলে ছত্রাকের সংক্রমন বাড়তে পারে না।
- ত্বক স্বাভাবিক হওয়াঃ আফুন ক্রিম প্রতিনিয়ত ব্যবহারের ফলে ত্বকের সংক্রমন ধীরে ধীরে কমে যায় এবং ত্বক সুস্থ হতে শুরু করে।
- জ্বালাপোড়া কমায়ঃ অনেক সময় দেখা যায় আমাদের ত্বকে সংক্রমনজনিত স্থানে অনেক বেশি জ্বালাপোড়া করছে। আফুন ক্রিম সেই স্থানে লাগালে জ্বালাপোড়া কমে যায়।
আশা করি উপরোক্ত তথ্য থেকে আপনি আফুন ক্রিম এর সঠিক কাজ সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের শরীরে শুধুমাত্র ছত্রাক দূর করতে নয় এছাড়াও একজিমা, ডারমাটাইটিস এবং অন্যান্য ফাংগাল ইনফেকশন দূর করতেও আফুন ক্রিম ব্যবহার করা হয়ে থাকে।
এফান ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া
পূর্বে আমরা afun cream এর কাজ কি এবং এর বিভিন্ন উপকারিতা সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো আফুন ক্রিম এর বিভিন্ন খারাপ দিক সম্পর্কে। নিম্নে খারাপ দিকগুলো উল্লেখ করা হলো।যেকোনো ওষুধ অনেক বেশি পরিমানে বা নিয়ম না মেনে সেবন করলে তা আমাদের শরিরের জন্য ক্ষতির কারন হয়ে দাঁড়ায়। আফুন ক্রিমের ক্ষেত্রেও এই বিষয়টি লক্ষ্য করা যায়।
নিয়ম না মেনে বা অতিরিক্ত পরিমানে আফুন ক্রিম সেবন করলে শরীরে লালচে ভাব দেখা দেয়। আবার অনেক সময় আমাদের শরীরে চুলকানি বা জ্বালার মত সমস্যা দেখা দিয়ে থাকে।
আফুন ক্রিম নিয়ম না মেনে সেবন করলে তা আমাদের শরীরে শুষ্কতা এবং ফুলে যাওয়ার মত সমস্যা দেখা দিয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই ক্রিম সেবন করলে ত্বকে র্যাশ বা এলারজির মত সমস্যা দেখা দিয়ে থাকে।
যদি নিয়ম না মেনে আফুন ক্রিম সেবন করা হয়ে থাকে তাহলে সূর্যের আলোর সংস্পর্শে আসলে তা আমাদের শরীরের জন্য সংবেদনশীল হয়ে থাকে। আবার অনেক সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে।
তাই যেকোনো ওষুধ সেবন করার ক্ষেত্রে আমাদের ডাক্তারের পরামর্শ গ্রহন করা উচিত। সবসময় নিয়ম মেনে এই ওষুধ সেবন করা জরুরি। আফুন ক্রিম এর অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া তুলে ধরা হলো।
- অনেক সময় দেখা যায় আফুন ক্রিম ব্যবহারের ফলে ত্বকে জ্বালাপোড়ার সৃষ্টি হয়।
- ত্বকের বিভিন্ন স্থানে লালচে ভাব দেখা দেয়।
- সংক্রমনজনিত স্থানে চুলকানির সমস্যা দেখা দেয়।
- অনেক সময় আফুন ক্রিম আমাদের ত্বকে থাকা সংক্রমন কমানোর জন্য ব্যবহার করা হলেও পরবর্তীতে আমাদের ত্বকে এলারজির সমস্যা বাড়িয়ে দেয়।
যেকোনো ধরনের ওষুধ বা মলম বা ক্রিম সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারন নিয়ম না মেনে ওষুধ বা ক্রিম সেবন করলে তা আমাদের শরীরের জন্য ক্ষতির কারন হয়ে দাঁড়ায়। এই কারনে ওষুধ ব্যবহারের পূর্বে আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
Afun Cream এর দাম
পূর্বে আমরা afun cream এর কাজ কি, এর ব্যবহার, উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জেনেছি। এখন চলুন জেনে নেই আফুন ক্রিম এর বর্তমান দাম সম্পর্কে।বাজারে ওষুধ এর দাম নিয়মিত কমে বা বাড়ে। তবে গড় হিসেবে ওষুদের দাম হিসাব করলে আফুন ক্রিম এর বর্তমান বাজার দাম হয় ৳৩৫ টাকার মত।
আপনার যদি আফুন ক্রিম এর সঠিক দাম জানা না থাকে, তাহলে এই ওষুধ কেনার পূর্বে আপনি গুগলে সার্চ দিয়ে দাম জেনে নিতে পারেন। আবার আপনি চাইলে মেডিসিন বিষয়ে অনেক এপস প্লে স্টোর এ পাওয়া যায়।
আপনি চাইলে প্লে স্টোর এ গিয়ে যেকোনো এপস দিয়ে ওষুধের দাম জানতে পারেন। ওষুধ কেনার পূর্বে অবশ্যই আপনার দাম সম্পর্কে জেনে রাখা উচিত।
লেখকের মন্তব্য
আজকের আর্টিকেল থেকে আমরা afun cream এর কাজ কি, এফান ক্রিম এর পার্শ্বপ্রতিক্রিয়া, afun cream এর উপকারিতা, Afun Cream এর দাম ইত্যাদি বিষয় সম্পর্কে জেনেছি।আমরা জানি অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ওষুধের ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমনি। আফুন ক্রিম ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।
দিনে কতবার এই ক্রিম ব্যবহার করতে হবে এবং কিভাবে ব্যবহার করতে হবে তা সম্পর্কে অবশ্যই পূর্বে জেনে নিবেন। অতিরিক্ত ব্যবহার করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে।
আর্টিকেল হাউজ বিডি প্রতিনয়ত এই ধরনের আর্টিকেল প্রকাশ করে থাকে। যা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগার মত।
প্রতিনয়ত এই ধরনের আর্টিকেল পড়তে ওয়েবসাইট ফলোও করুন। গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।