মহাখালী ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট

আজকের আর্টিকেলের মুল বিষয় হলো মহাখালী ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট সম্পর্কে। এছাড়াও আজকের আর্টিকেলে আমরা মহাখালী ক্যান্সার হাসপাতাল কন্টাক্ট নম্বর, মহাখালী ক্যান্সার হাসপাতাল কোথায় ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করবো।

মহাখালী ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট

তাহলে দেরি না করে চলুন জেনে নেই মহাখালী ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট সম্পর্কে জেনে নেই।

মহাখালী ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট

বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার জন্য অনেক প্রাইভেট হাসপাতাল, সরকারি হাসপাতাল ইত্যাদি রয়েছে। কিন্তু সব হাসপাতালের চিকিৎসার ধরন এক নয়। আমাদের বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার জন্য সবথেকে ভালো হাসপাতাল গুলোর মধ্যে মহাখালী ক্যান্সার হাসপাতাল অন্যতম। 

এখানে একজন রোগীর রোগ প্রথমে নির্ণয় করা হয়। এরপর অসুখের ধরন অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। সাধ্যের মধ্যে এবং ক্যান্সার এর জন্য সবথেকে ভালো মানের চিকিৎসা পেতে আপনারা মহাখালী ক্যান্সার হাসপাতালে যেতে পারেন। 

আপনি চিকিৎসার পাশাপাশি ভালো সুযোগ সুবিধাও পাবেন। এখন চলুন জেনে নেই মহাখালী ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট সম্পর্কে।
 
মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে (National Institute of Cancer Research & Hospital - NICRH) বেশ কয়েকজন অভিজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আছেন। এখানে কিছু উল্লেখযোগ্য ডাক্তারের তালিকা দেওয়া হলো:
 
ডাঃ মোহাম্মদ সিরাজুস সালেহীন
MBBS, BCS (Health), MS (ORTHO)
অর্থোপেডিক্স, ট্রমা, হাড়ের টিউমার এবং সারকোমা বিশেষজ্ঞ।

ডাঃ শোভ্রা দেবনাথ
MBBS, BCS (Health), MD (Radiation Oncology)
রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞ এবং ক্যান্সার বিশেষজ্ঞ।
 
ডাঃ ফেরদৌস আরা বেগম
MBBS, ডি এইচ সি (Childs Health), MD (Medical Oncology)
মেডিক্যাল অনকোলজি বিশেষজ্ঞ এবং কেমোথেরাপি বিশেষজ্ঞ।
 
ডাঃ কামরুন নাহার তানিয়া
MBBS, BCS (Health), MD (Radiation Oncology)
অনকোলজি এবং রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞ।
 
ডাঃ হোসনে আরা বেগম
MBBS, MD (Radiation Oncology)
রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞ এবং ক্যান্সার বিশেষজ্ঞ।

ডাঃ ইশিতা রেজা খান
MBBS, BCS, FCPS, MD
শিশুর রক্তরোগ ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ।

ডাঃ মেহনাজ আক্তার
MBBS, MD (Pediatric Hematology & Oncology)
শিশুর ক্যান্সার এবং রক্তরোগ বিশেষজ্ঞ।
 
ডাঃ চৌধুরী শামীমা সুলতানা
MBBS, FCPS (OBGYN)
স্ত্রীরোগ ও স্ত্রীরোগ ক্যান্সার বিশেষজ্ঞ এবং সার্জন।
 
ডাঃ সাইফুল হাসান শামীম
MBBS (DMC), BCS (Health), MD (Radiation Oncology)
রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞ।
 
ডাঃ মোঃ শহরিয়ার কবির
MBBS, BCS (Health), PGT (Medicine, Gastroenterology), MD (Course)
মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং লিভারের রোগ বিশেষজ্ঞ।
 
ডাঃ ফৌজিয়া শারমিন
MBBS, FCPS (OBGYN), FCPS (Gynecological Oncology)
গাইনী অনকোলজি এবং স্ত্রীরোগ ক্যান্সার বিশেষজ্ঞ।
 
ডাঃ আসমা সিদ্দিকা
MBBS, MPH (Nutrition), MCPS (Radiotherapy), FCPS (Radiotherapy)
ক্যান্সার বিশেষজ্ঞ এবং রেডিয়েশন অনকোলজিস্ট।
 
ডাঃ তানিয়া সুলতানা
MBBS, FCPS (Radiotherapy)
রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞ।
 
ডাঃ মুহাম্মদ আব্দুল্লাহ-আল-নোমান
MBBS, MD (Radiation Oncology)
রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞ এবং ক্যান্সার বিশেষজ্ঞ।
 
ডাঃ সামিয়া আহমেদ
MBBS, MPhil (Radiotherapy)
রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞ।
 
এছাড়া আরও বেশ কয়েকজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এখানে সেবা দিয়ে থাকেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
  • ডাঃ মেহনাজ আক্তার 
  • ডাঃ তানিয়া সুলতানা
  • ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল-নোমান।
আশা করি উপরোক্ত তথ্য থেকে আপনি মহাখালী ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট সম্পর্কে সঠিক তথ্য পেয়েছেন। নিম্নে দেওয়া কনটাক্ট নাম্বার এ যোগাযোগ করে আপনি আপনার অসুখের জন্য সঠিক ডাক্তারের এপয়েন্টমেন্ট নিতে পারেন। 

মহাখালী ক্যান্সার হাসপাতাল কন্টাক্ট নম্বর

পূর্বে আমরা মহাখালী ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট সম্পর্কে জেনেছি। এখন চলুন জেনে নেই মহাখালী ক্যান্সার হাসপাতালের কন্টাক্ট নম্বর সম্পর্কে। আমরা অনেক সময় ক্যান্সার রোগীকে নিয়ে সমস্যার মধ্যে পড়ে যাই। আবার অনেক সময় হঠাত করে হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়ে। 

এই অবস্থায় আপনার কাছে যদি মহাখালী ক্যান্সার হাসপাতাল এর কন্টাক্ট নাম্বার থাকে তাহলে খুব সহজেই আপনি হাসপাতালে যোগাযোগ করে রোগীর চিকিৎসা নিশ্চিত করতে পারেন। নিম্নে মহাখালী ক্যান্সার হাসপাতাল এর কন্টাক্ট নাম্বার দেওয়া হলো।
 
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল
ঠিকানাঃ মহাখালী, টিবি গেট রোড, ঢাকা-১২১২
ফোন নম্বরঃ +৮৮২২২২৮০০৭৮, +৮৮০২৭৯১৩৯৭৫, +৮৮০২৭৯১৪৪০৯
ফ্যাক্স নম্বরঃ +৮৮৪৬৬৫৫৪৬৫৪
ওয়েবসাইটঃ nicrh.dghs.gov.bd

আশা করি উপরোক্ত তথ্য থেকে আপনি মহাখালী ক্যান্সার হাসপাতাল এর নাম্বার সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি আপনার ক্যান্সার এর চিকিৎসা করার জন্য প্রস্তুত হন এবং মহাখালী ক্যান্সার হাসপাতালে আপনার চিকিৎসা করাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে পূর্বে থেকে ডাক্তার এর সিরিয়াল দিতে হবে।

আপনি যেদিন চিকিৎসা নিবেন তার ঠিক কয়েকদিন পূর্বে ডাক্তারকে অথবা মহাখালী ক্যান্সার হাসপাতাল এর হটলাইন এ ফোন দিয়ে সিরিয়াল দিবেন। আপনার চিকিৎসার নির্ধারিত দিনে গিয়ে তারপর আপনি খুব সহজেই আপনার অসুখের চিকিৎসা করাতে পারবেন। 

আশা করি মহাখালী ক্যান্সার হাসপাতালে আপনি কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে সিরিয়াল দিবেন এবং চিকিৎসা নিবেন এই সবগুলো বিষয়ে সঠিক ধারনা পেয়েছেন।   

মহাখালী ক্যান্সার হাসপাতাল কোথায়

বাংলাদেশের রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত এই মহাখালী ক্যান্সার হাসপাতাল। টিবি গেট রোড, ঢাকা-১২১২ তে আসলেই আপনি মহাখালী ক্যান্সার হাসপাতাল পেয়ে যাবেন।

মহাখালী ক্যান্সার হাসপাতাল বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত। ঢাকার মহাখালীতে মহাখালী ক্যান্সার হাসপাতাল অবস্থিত। মহাখালীতে টিবি গেট রোড নামে একটি জায়গা রয়েছে। যেখানে এই ক্যান্সার হাসপাতাল অবস্থিত। 

আপনি যদি ক্যান্সার এর চিকিৎসার জন্য মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে চান, তাহলে প্রথমে আপনাকে আপনার নিজ জায়গা থেকে ঢাকাতে যেতে হবে। যাওয়ার জন্য আপনি ট্রেন, বাস বা অন্য মাধ্যমে ব্যবহার করতে পারেন।

ঢাকাতে আসার পর আপনাকে মহাখালীতে আসতে হবে। সেখানে টিবি গেট রোড খুজে বের করবেন অথবা কাউকে জিজ্ঞাসা করবেন ঢাকা-১২১২ তে অবস্থিত ক্যান্সার হাসপাতালে আপনি যেতে চান এবং সেখানে চিকিৎসা নিতে চান। 

তাহলে উক্ত মাধ্যম অবলম্বন করে আপনি খুব সহজেই ঢাকাতে অবস্থিত মহাখালী ক্যান্সার হাসপাতাল খুব সহজে খুজে পাবেন। যদি তবুও কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনি আপনার ফোনে গুগল ম্যাপ বের করে সেখানে মহাখালী ক্যান্সার হাসপাতাল লিখে সার্চ দিলে হাসপাতালের লোকেশন পেয়ে যাবেন।

লেখকের মন্তব্য - মহাখালী ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট

আজকের আর্টিকেল থেকে আমরা মহাখালী ক্যান্সার হাসপাতাল ডাক্তার লিস্ট সম্পর্কে জেনেছি। আশা করি আজকের আর্টিকেল থেকে আপনি আপনার মূল্যবান তথ্য পেয়েছেন। 

আমাদের আত্নীয়-স্বজন বা কাছের কেউ হঠাত ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে আমরা বিচলিত হয়ে যাই কোথায় নিয়ে যাবো, কোন মেডিকেল এ দেখাবো, কোনটা ভালো হবে ইত্যাদি বিষয় নিয়ে। চিন্তার কোনো বিষয় নেই আপনি নিশ্চিন্তে মহাখালী ক্যান্সার হাসপাতালে আপনি ক্যান্সার এর রোগী দেখাতে পারবেন। 

সেখানে কম খরচে অনেক ভালো চিকিৎসা পাওয়া সম্ভব। আর একটি বিষয় মনে রাখবেন দালাল হতে সাবধান। প্রতিনিয়ত এই ধরনের আর্টিকেল পেতে ওয়েবসাইট ফলোও করুন। গুরুত্বপূর্ণ তথ্য আপনার আত্নীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url